বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের বর্তমান কারিগরী সামর্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নত এবং সুসংগঠিত। এই কেন্দ্রটি বর্তমানে ১০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি AM (HARRIS, DX-10 KW) ট্রান্সমিটার (১১৬১ কিলোহার্জ) এবং ৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি FM (DB ELETTRONICA, Italy) ট্রান্সমিটার (১০৩.২ মেগাহার্জ) ব্যবহার করে প্রতিদিন দুটি অধিবেশনে অনুষ্ঠান সম্প্রচার করছে। কেন্দ্রে মোট ৩টি স্টুডিও রয়েছে। নিরবচ্ছিন্ন সম্প্রচারের জন্য রয়েছে ১১০ KVA ক্ষমতাসম্পন্ন জেনারেটর। নিরাপত্তা ব্যবস্থাও সুসংহত, যেখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপক যন্ত্র এবং সোলার ও এলইডি নিরাপত্তা বাতি। বর্তমানে রাঙামাটি বেতার কেন্দ্র একটি কার্যকর ‘পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং’ প্ল্যাটফর্ম হিসেবে পাহাড়ি অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস