কেন্দ্রের অনুষ্ঠান কার্যক্রমের লক্ষ্য :
বর্তমানে এ’ কেন্দ্র হতে প্রতিদিন সকাল ৬.৩০ মিনিট থেকে ১০.০০ ঘটিকা এবং দুপুর ২.০০ ঘটিকা থেকে রাত ৯.০০ ঘটিকা পর্যন্ত দুই পালায় অনুষ্ঠান সম্প্রচার হয়। জনসাধারণকে তথ্য প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নতিকরনের জন্য শিক্ষাদান, সচেতনতাবৃদ্ধিসহ তথ্য, শিক্ষা ও বিনোদনের মাধ্যমে জনগুরুত্বপূর্ন বিষয়ে অনুষ্ঠান প্রচার, সংবাদ ও তথ্য প্রচার, স্বাস্থ্য-শিক্ষা, শিশু ও নারী উন্নয়ন, কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবেশ উন্নয়ন, মাদক প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে প্রতিনিয়ত বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে। বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে সরকার ও জনগনের মধ্যে সেতুবন্ধন রচনার বিষয়টি সুদৃঢ় করার প্রয়াসে বেতার সবসময় ভূমিকা পালন করে যাচ্ছে। এ’ অঞ্চলের বৈচিত্রময় শিল্প সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের মাধ্যমে জাতীয় সংস্কৃতিকে আরো সুদৃঢ় ও সমুন্নত করাই বেতার কার্যক্রমের মূল লক্ষ্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS